দাবানলের মধ্যে দিয়ে হেঁটে যায়
কুমারী মন ...
একাকী গোপনে উজান বেয়ে কি লাভ?

ভালোবাসা এক শীতল নদীর মতো
কুমারী শরীর জুড়ে
জ্যোৎস্নার ইমারত ...

পার্থিব সুখ-দুঃখ বোঝে না সে
শরীরে তার চন্দনের সুবাস
তবুও দাবানল ডাকে ...

নিঃস্ব রানীর মতো
এক আকাশ অভিমান
হন্যে হয়ে ফেরে কুমারী মন -

নষ্ট সময় এঁকে বেঁকে যায়
অনন্ত অবিরাম -
কুমারী মন দাবানল ভালোবাসে
বুকে তার অদৃশ্য প্রলয় ঝড়।

      ********