একটু একটু করে সূর্যের তাপ বাড়ছে
বসন্ত বাতাস এখনোও শুরু হয় নি
ঠান্ডার রেশটুকু রয়ে গেছে আজও
আম জামরুলের শাখায় শাখায় এসেছে মুকুল।


প্রকৃতির বুকে শুয়ে আছে মায়াবী রোদ্দুর
পাখির ডানা ছুঁয়ে চলে যায় মেঘের ভেলা
জীবনের রঙিন বসন্তে দেখা দিয়েছে ভালোবাসার জ্যোৎস্না।


প্রজাপতির মতো উড়ে বেড়াতে চায় সব্বাই
ফাগুন হাওয়ার ছোঁয়া পেয়ে হৃদয় দুয়ারে যাবে খুলে
ছন্দ খুঁজে পেতে মরিয়া হয়ে ওঠে হেরে যাওয়া মানুষও ...


বসন্ত ঋতুতে প্রকৃতির রঙ বদলে যায় এক অপরূপ রূপকথায়
ভালোবাসার মানুষটি হৃদয় গভীরে ডুব দেয় এক অচিন উল্লাসে
মরা নদীও জেগে ওঠে প্রাগৈতিহাসিক সভ্যতার সন্ধান পেয়ে।


           ******


রচনাকাল - ১৫/০২/২০২২