সময়ের বুকে চাবুক মেরে
বলছি সবাই সভ্য
ক'জন পেয়েছে প্রকৃত শিক্ষা
আজও তাই নব্য।


আকাশের মেঘ শোনে না কথা
পাখিরা ভুলেছে গান
শোষণ পীড়ন বন্ধ করে
দাও মানুষের প্রাণ।


প্রজাপতি মন উদাস কেন
প্রকৃতি হয়েছে বোবা
জীবজন্তু গাছ গাছালি
সবই হচ্ছে রোগা।


আষাঢ়ের মেঘে বৃষ্টি কোথায়
মানুষের মাথায় হাত
কঠিন রোগে ভুগছে মানুষ
দুমুঠো জোটে না ভাত।


অভাব আছে দুঃখ আছে
সুখ অধরা থাক
এমনি করে বাঁচবে মানুষ
জীবনেও আছে বাঁক।


     ******


৯ জুলাই ২০২৩