আঁধার কেটে ভোর হয়েছে
নেই তো কোনো ভয়
প্রভাত আলোয় স্বপ্ন লিখি
করবো বিশ্ব জয়।

চোখের কাজল থাকবে চোখে
রঙিন হবে স্বপ্ন
বাঁচবো সবাই গাইবো সবাই
সেই আশাতেই মগ্ন।

কিচির মিচির পাখির কূজন
স্বপ্নে আঁকা ভোর
শাখায় শাখায় কৃষ্ণচূড়া
কাটবে এবার ঘোর।

মাটি থেকে উঠছে সুবাস
বৃষ্টির ছোঁয়া পেয়ে
হৃদয় গভীরে কতো না কথা
প্রকৃতি লাজুক মেয়ে।

ঝলমলে রোদ দখিনা হাওয়া
আর কতকাল পাবো
কৃষকের ঘাম নীরবে ঝরে
কখন দু'মুঠো খাবো!

       ******

রচনা কাল -
১৫ই মে ২০২৪