গাছেদের কান্না শুনতে পাচ্ছো কী কেউ
তবুও বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়
শিয়রে দাঁড়িয়ে মৃত্যু শমণ তবুও মানুষের নেই হুঁশ
প্রকৃতির ওষ্ঠে চুমু খাওয়ার লোক কোথায়?


পরিবেশের ভারসাম্য রক্ষা করার দায় ও দায়িত্ব আমাদের সব্বার
পাখিরা কন্ঠস্বর আর সুরেলা মিষ্টি আওয়াজ শোনা যায় না
কোকিলের কুহু কুহু রবে মুখরিত হয় না গ্রাম বাংলা।


নিঃশ্বাসে ঢুকছে বিষ বাতাস
অরণ্যের বুকে ছুরি চালাছে অ-সভ্য  মানুষের দল
মুক্তি নেই, রামধনু রঙের আলো ক্রমশ উবে যাচ্ছে হৃদয় থেকে ।


সভ্যতার রঙ ফিকে হয়ে আসছে দিনের পর দিন
নক্ষত্রের আলোয় পথ খুঁজছে মানুষ
প্রকৃতি ও পরিবেশ কান্না কোথায় লুকিয়ে রাখবে!


হাতে কুঠার নিয়ে ঘোরা বন্ধ করো
প্রকৃতি বাঁচলে সব্বাই বাঁচবে এই সত্যি কবে উপলব্ধি করবে অ-শিক্ষিত মানুষ!
প্রকৃতিকে ভালোবাসো প্রকৃতিই একদিন মানুষের প্রকৃত বন্ধু হব।


            *****


৫ জুন ২০২৩
( বিশ্ব পরিবেশ দিবস )