আষাঢ় মাসেও বৃষ্টির দেখা নেই
আকাশে ভেসে বেড়াচ্ছে মেঘের দল
কখনও এক পশলা বৃষ্টি
কখনও বা খটখটে রোদ্দুর।


চাষের উপযোগী বৃষ্টি কোথায়
চাষ পুরোপুরি প্রকৃতি নির্ভর
প্রকৃতির ইচ্ছেতেই চাষ নইলে সবই মরুভূমি
কখনো খরা কখনও বা অতি বৃষ্টিতে ডুবে যায় মাঠের ফসল।


জলের অভাবে শুকিয়ে যায় চাষের জমি
আষাঢ়ে মেঘে বৃষ্টি নেই ভাবা যায়
উত্তরবঙ্গে ভারী বর্ষণে জনজীবন তছনছ
দক্ষিণ বঙ্গে বৃষ্টির আকাল ...


প্রকৃতির সাথে সখ্যতা নেই মানুষের
আকাশ আঁধার করে আসে তবুও বৃষ্টির দেখা মেলে না
কৃষক ভাবছে চাষ হবে তো নাকি গত বর্ষার মতো ডুবে যাবে সবকিছু!


            ********


রচনাকাল  - ২৮|০৬|২০২২