প্রজাপতি মন আবেশিত হোক
ওষ্ঠে রঙিন ছোঁয়া
মন যমুনায় উঠেছে ঝড়
হৃদয়ে মধুর ছায়া!


বসন্ত বাতাসে লেগেছে রঙ
ভুলে যাও অভিমান
হৃদয়ে এসেছে রঙিন ফাগুন
দাও কিছু প্রতিদান!


ফাগুন হাওয়ায় রঙের মেলায়
গাইছে হোলির গান
দুঃখ ভুলে হাসছে সবাই
বাজছে সুরের তান!


রঙ লেগেছে শাখায় শাখায়
লেগেছে রঙ মনে
রাধা কৃষ্ণের মিলন গাঁথা
হয়েছে শুরু বৃন্দাবনে!


রঙের খেলায় মেতেছে দেশ  
গলি থেকে রাজপথ
ধনী গরীব নেই ভেদাভেদ
নেই কোনো জাতপাত!


   *****