আগুন ঝরা গরম দিন
যেন চৈত্র মাস
কোথাও প্নাবন কোথাও দহন
সবার একি সর্বনাশ!


ঈশ্বর তুমি দয়াল প্রভু
এবার হও শান্ত
চোখের জল মুছিয়ে দিয়ে
বোলোনা তুমিও ক্লান্ত!


অসম বিহার ভাসছে জলে
দক্ষিণ বঙ্গ শুখা
প্রকৃতির এমন খামখেয়ালি
এই প্রথম দেখা!


আষাঢ় মাস হল অবসান
এলো নতুন শ্রাবণ
শুকনো জীবনে শুধুই কান্না
কোথাও আবার প্লাবন!


চাষের জমি বুক শুকিয়ে
কবে নামবে বৃষ্টি
শ্রাবণ ধারায় ভাসুক সবাই
হবে নতুন সৃষ্টি!
    
   ****