কৃষ্ণচূড়ার শাখায় শাখায়
লাল ফুলেদের মেলা
জৈষ্ঠ্যের তাপে পুড়ছে মানুষ
সাঁঝ বিকেলের বেলা।

প্রকৃতির হাসি হয় না বাসি
ভালোবাসা অভিমান
নষ্ট দুপুর জোছনা রাত
প্রকৃতির প্রতিদান।

উচাটন মন উদাস বাউল
থমকে দাঁড়িয়ে রাত
জলতরঙ্গ সোহাগ হাসি
ভালোবাসা গিরিখাত!

প্রকৃতির হাসি থাকবে চিরকাল
মানুষই তার দাস
বন্ধ্যা নারীর গভীর ক্ষতে
প্রকৃতির উপহাস।

দাড়ি পাল্লায় বাতাস মেপে
ভাবলে কি তোমরা চতুর
মাপতে চেও না প্রকৃতির রূপ
সবাই হবে ফতুর!

        ******

রচনাকাল -
২০শে মে ২০২৫