মাটির গন্ধ গায়ে মেখে
শরীর করি শক্ত
ঐ মাটিতেই খুঁজে বেড়াই
প্রপিতামহের রক্ত।


মাটির বুকে ফসল ফলাই
যেমন ফলাতো ওঁরা
বন্ধা মাটিতেও হবে ফসল
প্রণাম করি মোরা।


জমিকে মেনেছি মোদের জননী
দেয় দু'মুঠো অন্ন
নবান্ন উৎসবে মেতেছি সবাই
প্রপিতামহের জন্য।


শিখিয়েছে ওঁরা কেমন করে
মাটিতে ফলায় ফসল
সেই শিক্ষায় শিক্ষিত হয়ে
পাই লাভ, সুদ ও আসল।


জীবনের গান গাইছি সবাই
করি তোমাদের স্মরণ
ভালোবাসা আর আশীষ দিও
পেয়েছি তোমাদের চরণ।


        ******


১৮ জানুয়ারী ২০২৩