ভোর হতে এখনও বাকী -
অন্ধকারটা জড়িয়ে আছে গরীবের পায়ে
উঠোন জুড়ে ছড়িয়ে আছে কান্নার শব।


কোকিলের কন্ঠে শোনা যায় ভৈরবী রাগের মূর্ছনা
কৃষ্ণচূড়ার লাল পাপড়িগুলো বিছিয়ে পড়ে আছে মাঠে ঘাটে
ভোরের প্রথম আলো ছড়িয়ে পড়তেই জেগে ওঠে শৈশব।


সোঁদা মাটির গন্ধে ভরে যেতো হৃদয়ের শাখা প্রশাখায়
আজও গ্রামের মানুষ দুমুঠো ভাতের জন্যে লড়াই করে
মুখের অমলিন হাসিটা আজও ছাড়তে পারেনি ওরা।


ভালোবাসার জ্যোৎস্না আলো ছড়িয়ে পড়ে মাটির উঠোনে
সেখানে রঙ করা সভ্যতা নেই -
প্রথম আলোর প্রহর গোনে প্রতিটি মানুষ।


আধুনিক সভ্যতার কৃত্রিম আলো কেড়ে নিতে পারে নি ওদের জীবন
অন্ধকার কেটে গিয়ে ভোরের রোশনাইএ জেগে উঠছে ভোর
সূর্য দেবতাকে নতজানু হয়ে প্রণাম করছে মানুষ
ততক্ষণে প্রথম আলোর রশ্মি ছড়িয়ে পড়ছে সব্বার মুখে।


           ******


রচনাকাল  - ০২|০৫|২০২২