গদির বিছানায় আসে না ঘুম
মাটিতে বিছানা পাত্
গাছের হাওয়ায় জুড়াবো শরীর
মানুষের নেই জাত।


কুঁড়ে ঘরেতে বিলাসিতা নেই
আছে আজীবন কষ্ট
সুখ চুরি হয় গরীবের ঘরে
জীবন হয় পথভ্রষ্ট।


দমকা হাওয়ায় ভেঙে চুরমার
ভিতরে গভীর ক্ষত
প্রদীপের আলোয় সুখ খুঁজো না
যতই করো ব্রত।


বহুতলে ঘুমায় আয়েসি মানুষ
সুখটা যাদের কেনা
সারাটা জীবন গরীর খাটে
মাথায় হাজার দেনা।


নতজানু হয়ে ডাকি ঈশ্বর
দেয় না কখনও সাড়া
প্রভাতের রঙ দেউলিয়া হয়
কাউকে হবে না ছাড়া!


       *****


১৫ জুন ২০২৩