পুজোর ক'দিন জমিয়ে খাওয়া
হবে দেদার আড্ডা
ঘুরবে দেখবে পুজো প্যান্ডেল
সামলে চলো গাড্ডা!


নতুন জামা নতুন শাড়ি
নানান রঙিন সাজ
এই কটা দিন সবই ছুটি
থাক না যতই কাজ।


প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা
জাগবে সারা রাত
সব ধর্মের মানুষ হাজির
দেখবে না কোনো জাত।


দূর্গা মায়ের চারণ তলে
দাও অঞ্জলি ফুল
পাপের বোঝা দাও কমিয়ে
করেছো অনেক ভুল।


ভোর বাতাসে শিউলি ফুল
নীরবে যায় ঝরে
দুঃখ কষ্ট দূর করো মা
রাখবো তোমায় ধরে।


        *****


রচনাকাল  -
১২ অক্টোবর ২০২৩