পাখির ডাকে ভেঙেছে ঘুম
শরৎ আকাশ হাসে
শিউলি ফুল মাটিতে লুটায়
মেঘগুলো আকাশে ভাসে।


শরৎ মানে পুজোর গন্ধ
হৃদয়ে খুশির রোদ
মায়ের চরণ পড়বে ধরায়
মানুষের ফিরুক বোধ!


শিশির ভেজা নরম ঘাসে
ঘাস ফড়িঙের মেলা
তারাও যেন পাখিদের সাথে
করছে মজার খেলা।


পাখির ডাকে ওঠে কলতান
শিশুরা ছুটছে মাঠে
গাঁয়ের বধূরা বাসন মাজে
স্বচ্ছ পুকুর ঘাটে।


কাশফুল দোলে আপন খেয়ালে
বাউল গাইছে গান
আগমনী সুরে হৃদয় মাতায়
প্রকৃতির মহান দান।


   ****


রচনাকাল – ০৪/১০/২০২১