কোথায় স্নানে পুণ্য বেশী
সাগর নাকি কুম্ভ
হৃদয় করো উদার আকাশ
রাখোনা মনে দম্ভ!


সকাল সন্ধ্যে হৃদয়ে জ্বলুক
পুণ্য করার ব্রত
যেতে হবেনা সাগর তীর্থে
সুখ আসবে কত!


সেবা করো বাবা মায়ের
ওটাই আসল তীর্থ
পুণ্যের ফল মিলবে ঠিকই
হবেনা খরচ অর্থ!


গরীব দুখীর দান করেই
মিলবে তোমার পুণ্য
সাগর কুম্ভে নাইবা গেলে
জীবন ওতেই ধন্য!


স্নানেই যদি পুণ্য মেলে
করতো সবাই স্নান
বিধাতা বলেন থামাও ঝগড়া
করো মহান দান!


অন্ধ আতুর গরীব দুখীর
সেবা করলেই ধর্ম
বাবা মায়ের সেবাই হল
মানুষের মহৎ কর্ম!


  *****