আষাঢ়ের আকাশে বৃষ্টি নেই
পুড়িয়ে দিচ্ছে প্রকৃতির সবুজ
পোড়া রোদ্দুরে হিমসিম খাচ্ছে মানুষও।


ঘন কালো মেঘেও বৃষ্টির দেখা নেই
কৃষকের পায়ে যেন শিকল বাঁধা
মানুষ যেন দেবতার উচ্ছিষ্ট ...


গর্ভবতী মাছের দল গর্ভ যন্ত্রণায় ছটফট করছে
পুকুরের জল ক্রমশ শুকিয়ে যাচ্ছে
পোড়া রোদ্দুরে জীবনের রঙটাও বদলে গেছে।


আষাঢ়ের বৃষ্টিতে মাঠের পর মাঠ কৃষকের  উল্লাসের ছবি নেই
গোধূলি আলো ছুঁয়ে দাঁড়িয়ে আছে আষাঢ়ের মেঘ
পোড়া রোদ্দুরের উপাখ্যান ভাবতে ভাবতে রাত্তির নেমে আসে।


          *****


রচনাকাল  - ১৫|০৭|২০২২