পড়ন্ত বেলায় সূর্যের শেষ রক্তিম হাসি
ক্রমশ মিলিয়ে যাচ্ছে পশ্চিম দিগন্তে
সূর্যমুখীও মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে
প্রখর তাপে পুড়ছে পৃথিবীর শরীর।


কৃষকেরা ঘর্মাক্ত দেহ ঝলসে যায় সূর্যের তাপে
কত অবাধ্য যন্ত্রণা বুকে বয়ে নিয়ে চলে কৃষকবধূ
মৃতপ্রায় ফসল এক ফোঁটা বৃষ্টির প্রতীক্ষায়
চাষযোগ্য জমির বুক ফেটে চৌচির।


কৃষকবধূ প্রদীপ হাতে তুলসী তলায়
পূর্ণিমা চাঁদের আলোয় ধুয়ে যায় বিশ্ব চরাচর
বাঁধ ভাঙা উচ্ছাস নেই কারুর চোখে
সুখের নামাবলী হারিয়ে গেছে তপ্ত হাওয়ায়।


তবুও সন্ধ্যাতারা ওঠে মেঘহীন আকাশে
শরীরের ঘাম ক্রমশ শুকিয়ে আসে –
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে মধ্যরাত
শুধু ঘুম আসে না কৃষক পরিবারের চোখে।


         ******