শিরদাঁড়া বেয়ে নামছে ঘাম
পুড়ছে শরীরের রক্ত
প্রতিশোধ নিতে প্রকৃতি বলছে
তোমরা হও এবার শক্ত।


সূর্যের তাপ ক্রমশ বাড়ছে
পুড়েই হবে ছাই
উড়ছে ধুলো দিগন্ত জুড়ে
সুখ কী কখনো পাই?


পাখির বাসা মানুষ্য বাসা
সবই যাচ্ছে পুড়ে
বৈশাখী রোদ করে জ্বালাতন
জলও পাবেনা মাটি খুঁড়ে।


সারা দেশ জুড়ে দাবদাহ
কোথায়ও নেই শান্তি
সব্বাই যেন চাতক পাখি
শরীর নামছে ক্লান্তি।


বৃষ্টির দেখা মিলবে কবে
প্রকৃতির মুখ ভার
অশান্ত প্রকৃতি শান্ত হবে
বলছে, মানুষ মার।


       ******


১৮ এপ্রিল ২০২৩