রঙ দিয়েছে পাড়ার মেয়ে
ভুলতে কী আর পারি
পুতুল খেলা তাঁরই সাথে
তাকেই আপন করি!


গায়ে সেতো দেয়নি রঙ
দিয়েছে রঙ মনে
হৃদয়ের রঙ বড়ই মধুর
ছুঁয়েছে মোর প্রাণে!


কেটেছে সময় পুতুল খেলে
কবে যে হল আপন
হৃদয় দুয়ার দিয়েছি খুলে
লজ্জা করো না গোপন!


চোখের তারায় বিশাল আকাশ
ভালোবাসার কাটেনা রেশ
ওষ্ঠে আছে অথৈ সাগর
ওখানেই হই শেষ!


ভালোবাসা আজ ভরা জোয়ারে
খুশির স্রোতে বইছে
পুতুল খেলার সাথী আমার
হৃদয় দুয়ার খুলছে!


রঙের খেলা আসবে যাবে
হৃদয় হবে রঙিন
সুখের সাথীকে সঙ্গে নিয়েই
দেখবো মোরা ফাগুণ!


   ****