বারো মাসে তেরো পার্বণ
শীতে মকর স্নান
নবান্ন ধানে পায়েস পিঠে
এ যে প্রকৃতির মহা দান।


চালের গুঁড়ো পিঠে পুলি
পৌষ সংক্রান্তির মেলা
ঘুড়ি লাটাই মাঞ্জা সুতো
আকাশ জুড়ে খেলা।


পৌষের শেষে মকর পরব
টুসু এলো ঘরে
খোলা মাঠে বসে মেলা
জীবন আলো করে।


সাগর মেলায় লক্ষ মানুষ
পুণ্য অর্জনে আসে
উত্তুরে হাওয়া বুকে জড়িয়ে
খুশির ভেলায় ভাসে।


ভোর আলোতে সাগর জলে
পুণ্য স্নান সারে
দেবতা দর্শনে পুণ্য লাভ
প্রণাম দেবতাকে করে।


        *******