কোথায় আছে রাজার কুমার
ঘুমিয়ে রাজার কন্যা
যাদু কাঠির ছোঁয়ায় রাজার
আসবে সুখের বন্যা।

রূপকথা আজ বইয়ের পাতায়
ছুটছে পক্ষীরাজ
রাজার কুমার আসছে ছুটে
ভুলেছে সবাই কাজ।

ব্যঙ্গমা আর ব্যঙ্গমিতে
করছে সুখে গল্প
রাজকন্যা লাজুক হাসে
সুখ হবে না অল্প!

পূর্ণিমা চাঁদ ছড়ায় আলো
রাজার প্রাসাদ জুড়ে
রাজপুত্তুর রাজকন্যার
রাখবে ভালোবাসায় মুড়ে।

রাখাল ছেলে বাজায় বাঁশি
সঙ্গী শুধুই কান্না
গরীব তুমি যেও না ভুলে
মাটিতে মেলে না পান্না!

       *****

রচনাকাল  ‌- ১৫/০৩/২০২২