ছাগল ভেড়া গরুর পাল
চরায় রাখাল মাঠে
সকাল থেকে সারাটা দিন
মন লাগে না পাঠে।


রাখাল ছেলে বাজায় বাঁশি
উদাস দুটি নয়ন
বাঁশিতে ওঠে সুরের মায়া
মাটিতে করে শয়ন।


নেই অভিমান নেই অভিযোগ
সে যে রাখাল ছেলে
দুখের কথা বলতে গিয়ে
কেঁদেই সে তো ফেলে।


বাবা যে তার বড্ড গরীব
জোটে না দুবেলা ভাত
বুকের কষ্ট লুকিয়ে রেখে
জাগে নিশুতি রাত।


সব্বাই পরে নতুন পোশাক
তার বেলাতেই ছেঁড়া
দেখে না সে দুগ্গা ঠাকুর
মা যে দেয় না সাড়া।


     ******


রচনাকাল - ২৯|০৯|২০২২