রেশন দোকানে দিয়েছি লাইন
সামনে জনা ষাট
সবার হাতে ব্যাগের থলি
নেই কোনো সটকাট।


ধনী গরীব নেই ভেদাভেদ
সবাই রেশন পায়
চাকরিজীবীও নেয় রেশন
মোটা চালও খায়।


গরীব মানুষ চাকরিজীবী
তফাৎ দেখি না
রেশনে দাঁড়ায় এক লাইনে
হাসি থামে না!


বিচার তোমার কেমন প্রভু
এই কী দেশের আইন
একই বাজারে করবে বাজার
গরীব দেবে ফাইন?


বিনা পয়সায় চাল আটা গম
নেবে ধনীর দল
তবুও তারা করবে বড়াই
দেখাবে নানান ছল।


      ******


০৫ জানুয়ারী ২০২৩