রেলের গাড়ি ছুটছে জোরে
শৈশব আসে ফিরে
অপু দূর্গা থাকবে বেঁচে
সত্যজিৎকে ঘিরে।


সবুজের মাঠ দুভাগ হয়
দুটি লাইন মাঝে
রেলগাড়িকে প্রথম দেখা
সকাল কিংবা সাঁঝে।


'পথের পাঁচালি' বাঙালি মননে
চিরকাল থাকবে বেঁচে
রেলগাড়িও শৈশব হৃদয়ে
সদাই ওঠে নেচে।


রেলের গাড়ি ঝম ঝমা ঝম
যাচ্ছে পেরিয়ে প্রান্তর
সুনীল আকাশ খোলা জানালায়
উঁকি ঝুঁকি দেয় অন্তর।


        ********


৫ জুলাই ২০২৩