হাতটা ধরো অচেনা হোক
ভাবলে না হয় বন্ধু
জাত দেখোনা, মানুষ ভেবো
মুসলিম কিংবা হিন্দু।


অনেক হল জাত বজ্জাতি
হৃদয় খুলে দেখো
বন্ধু দাঁড়িয়ে পাশেই আছে
মনে তোমরা রেখো।


অচ্ছুৎ ভেবে করলে দূরে
বাঁচালো তোমার প্রাণ
রক্তের জাত কেউ জানেনা
মানুষকে করো সম্মান।


মাটির মধ্যে হাজার বছর
থাকে মানুষের কঙ্কাল
বলতে পারো কোন জাতের
খ্রিষ্টান নাকি চণ্ডাল?


কাঁটাতার দিয়ে ভাগ করো
দু’দেশের মধুর বন্ধন
ভাগ করো দেখি আকাশটাকে
দেবো গালে দুটি চুম্বন!!


    ****


রচনাকাল – ৩০/১২/২০২০