বুকের ভেতরের রক্তক্ষরণ কেউ দেখতে পায় না
উপরের হাসি মুখ দেখে সব্বাই ভাবে
কত সুখে আছি আমরা ...


জীবনের পরতে পরতে জমতে থাকে অভিমান
খোলামকুচির মত নষ্ট হয়ে যায় জীবনের রঙ
বড় অদ্ভুত এই মানব জীবন ...


তলিয়ে যায় হাসির উৎসারিত আলোকবর্তিকা
তবুও আমরা হাসবো সকলকে দেখিয়ে
রক্তক্ষরণটা থাক না চাপা হৃদয়ের গভীরে!


আগুনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ
তবুও বলছি, পুড়ছে না শরীর ...
জ্বলে যাচ্ছে পায়ের পাতা তবুও হাসছি, হা হা হা!


কান্নাগুলো গিলে ফেলছি নীরবে -
কারণ আমরা যে সভ্য হয়েছি অনেক আগেই
রক্তক্ষরণে শেষ হয়ে যাচ্ছি মুখে হাসি রেখেই!


          ********