প্রতিদিন আমরা নতুন কিছু শিখি
প্রতিদিন আমরা নতুন করে বাঁচি
রাতের পর রাত কেটে যায় নতুন নতুন স্বপ্ন বুকে নিয়ে ...


একঝাঁক যুবক মৌমাছি ফুলের বনে উড়ে বেড়ায়
মধুর লোভে ছুটে যায় দিগন্ত থেকে দিগন্তে
বাঁচার স্বপ্নে বিভোর প্রতিটি মানুষ।


মানুষের জীবনটা যেন রণক্ষেত্র  -
জীবন যুদ্ধের ময়দান ছেড়ে কেউই পালিয়ে যায় না
বাঁচার স্বপ্নগুলো বিক্রি হয়ে যায় নিজেদের অজান্তে ...


রণক্ষেত্রে পড়ে আছে জ্যান্ত লাশের পাহাড়
ঠান্ডা বাতাসে জমে যাচ্ছে সভ্যতার কঙ্কাল
মানুষের কর্মক্ষেত্রই হল রণক্ষেত্র নামক বধ্যভূমি ...


           *******


৪ জানুয়ারী ২০২৩