রাস্তার ছেলে রাস্তায় শুয়ে
রাতটা হয়েছে পর
ঘরের ছেলে আসে না ঘরে
খুঁজছে সুখের চর।


রাস্তা কখনো হয় না আপন
তবুও মানুষ ঘুমায়
পড়ন্ত রোদ হামাগুড়ি দেয়
অন্ধ হয়েছে সময়।


রাস্তার ছেলে পথ হারিয়ে
খুঁজছে নতুন পথ
অনাথ শিশুর কান্না শুনে
হৃদয়ে গভীরে ক্ষত্।


না বলা কথা হয় না বলা
তবুও দেখে স্বপ্ন
রাস্তায় শুয়ে লক্ষ মানুষ
বাঁচার স্বপ্নে মগ্ন।


রাস্তায় ঘুমায় অনাথ ঈশ্বর
চায় না কিছুই আর
উলঙ্গ জীবন মুক্তি কোথায়
বাঁচাটাই শুধু সার।


      *****


রচনাকাল  - ২৮|০৪|২০২২