বেসামাল জীবন থেকে মুক্তি নেই
রথের রশি টেনে মানুষ খোঁজে পুণ্য
জগন্নাথ দেবের আশিষ পেতে হাজির সব্বাই
রথের মেলায় আবাল বৃদ্ধ বনিতার দেখা মেলে।
রথযাত্রার পুণ্য তিথিতে কান্না ভুলেছে মানুষ
আষাঢ় মাসের বৃষ্টি ভেজা রোদ্দুর
আকাশ জুড়ে রামধনু রঙের আলো
এমন মায়াবী আলোয় জগন্নাথ দেবের আগমন।
অস্থির সময়ে কাউকে পাবে না পাশে
মানুষের পাশে আছে ঈশ্বর -
দুঃখের রোদে পুড়ে যায় সুখের আঙিনা
রথের রশিতে টান দিয়ে মানুষ ভুলতে চায় সকল যন্ত্রণা।
******
রচনাকাল -
২৭শে জুন ২০২৫