তিনটি চাকায় চলছে জীবন
ঝড় বৃষ্টি রোদ
শিরদাঁড়া বেয়ে নামছে ঘাম
হারিয়ে গেছে বোধ।


রিক্সা চালিয়ে চলে সংসার
অভাব রাশি রাশি
শীত গ্রীষ্ম বারো মাসই
থামে না মোটেও কাশি।


হাঁপানির টান বাড়ে শীতে
কষ্টের নেই শেষ
এই বা বুঝি প্রাণটা গেলো
বাড়ছে শুধুই ক্লেশ।


দু'বেলা দু'মুঠো ভাত জোটাতেই
দু'চোখে আসে জল
বাজার আগুন পুড়ছে শরীর
মিলবে কী ভাগফল?


রিক্সা চালায় রিক্সাওয়ালা
দেয় না কেউই দাম
এক হাঁটু জল রিক্সা চলে
জীবনের এই কী পরিণাম!


     ******


১৫ এপ্রিল ২০২৩