মনের আগুনে পুড়ে যায় ভোরের পূর্ণিমা চাঁদ
তৃষ্ণার জল শুষে নেয় তৃষিত ওষ্ঠের ফাঁদ !


দখিনা হাওয়ায় এসেছে খবর হিজল গাছের বনে
মনযমুনায় ফাগুন হাওয়া বুঝবে সে কোন জনে!


উদাস বাউল উদার সুরে গাইছে প্রেমের গান
মরা নদীতে এসেছে জোয়ার হৃদয়ে জেগেছে প্রাণ!


ফুলের বনে মধুর লোভে উড়ছে ভ্রমর দল
ভালবাসার সবাই কাঙাল কোরোনা কোন ছল!


কুমারী শরীর ঋতুমতী হয়ে লাজুক হাসি হাসে
হৃদয় দুয়ারে ভ্রমরের দল উড়ে উড়ে ফিরে আসে!


              *******