চোখের রোদ চশমা খুলে দেখো
প্রকৃতির অপরূপ উন্মাদনা –
দক্ষিণা বাতাসে মিশেছে মৌসুমি গন্ধ
ঝিরঝিরে বৃষ্টির সাথে রামধনু রাঙানো আকাশ।


কদম ফুলের হালকা সুবাস আকাশে বাতাসে
মন জোছনায় দোলা দিয়ে যায় স্বপ্নের রথ
গোপন দুঃখ লুকিয়ে পরেছ রোদ চশমা
চোখের কাজল শুকিয়ে গেছে অবেলায়!


আকাশের রামধনু রঙ যেন হৃদয়ের মুক্ত জানালা
চোখ জুড়িয়ে যায় অনুপম দৃশ্যে –
মনের গোপন দুঃখ উড়িয়ে দাও
মেঘের সাথে মিলিয়ে গেছে যন্ত্রনার ক্ষত!


প্রজাপতি মন প্রতিটি মানুষের হৃদয়ে
লুকিয়ে রেখো না গভীর দুঃখ যন্ত্রণা
অতি সাধারণ হয়ে খুলে রাখো রোদ চশমা
ইচ্ছে করবে হাওয়ায় প্রজাপতির মত উড়তে।।


           *******