নতুন এক রোদ্দুরের খোঁজে ছুটছে মানুষ
শরতের মেঘলা আকাশের দিকে না তাকিয়ে
পাগল মানুষের দল, ছুটছে তো ছুটছেই।


জীবনটাকে রঙমশাল ভেবে উপরে উঠো না
ফানুসের মত কখন ফেটে যাবে পাবে না টের
হাওয়ায় ভাসতে কার না ভাল লাগে...


হিমেল বাতাসে রোদ্দুরের মৌতাতই আলাদা
চোখের কাজলে লেখা আছে রাতের সৌন্দর্য
রঙমশাল হতে চায় সুরভিত নারী শরীর।


বোকা মানুষ রোদ্দুর খুঁজে বেড়ায় পথে প্রান্তরে
নরম মিষ্টি রোদ্দুর পাবে কোথায় তোমরা -
গাছ কেটে করছো ফাঁকা আর চাইছো নরম রোদ্দুর
জ্বলন্ত সূর্যের লাভা খুঁজছে  তোমাদের সব্বাইকে।


বাঁচতে চাইলেই বাঁচা যায় না কখনোই -
নিজেদের মরণ ফাঁদ নিজেরাই পেতেছি
পরিবেশ ধ্বংসের মূল্য তো দিতেই হবে একদিন।


            *********