নিঃশব্দ ভোর থমকে দাঁড়িয়ে -
বসন্ত পাখির কলতানে মুখরিত পল্লী বাংলা
তবুও ভোরের বাতাসে বিষাদের সুর।

ধীরে ধীরে রোদ্দুরের ঠিকানা উষ্ণতায় ভরে যাচ্ছে
শৈশব মুক্তি পেতে চাইছে একমুঠো কান্না থেকে
হারিয়ে গেছে রঙিন জীবনের গল্পের উপকথা।

হৃদয় অলিন্দে ঘুণ ধরেছে অনাগত সময়ের হাত ধরে    
দুঃখের বর্ণমালায় ঝাপসা অক্ষরগুলো ক্রমশ বিবর্ণ
নিশুতি রাতে জোনাকির আর্তনাদ হাওয়ায় মিলিয়ে যাচ্ছে।

চৈত্রের দুপুর নির্জনতা সঙ্গী করে বাঁচার স্বপ্ন দেখে
মেঘহীন আকাশ থেকে ঝরে পড়ছে উত্তাপের গরল
নদী সাগরের জল শুষে নিচ্ছে তৃষ্ণার্ত প্রকৃতির আগ্রাসন।

          *******

রচনাকাল - ৩০|০৩|২০২১