জীবনের ছবিগুলো বড়ই বিবর্ণ
রঙ তুলি ক্যানভাস সবই মজুত ছিল
তবুও একটা রঙিন চিত্রকলা আঁকা হল না।


যখনই আঁকতে গেছি ছবি সবই কেমন ধূসর গোধূলি
কবিতার অক্ষর থেকে জন্ম হয় এক নতুন জীবনের
যেখানে রঙ তুলি লাগে না।


হৃদয়ের উপবনে ধ্যানমগ্ন এক কবি -
রঙ তুলি ক্যানভাস ছাড়াই লিখছে ভবিষ্যতের কাব্য
ক্যানভাস থেকে ছড়িয়ে পড়ছে রামধনুর আলো।


ছবির মুখগুলো ক্রমশ ধূসর হয়ে যায়
জীবন থেকে হারিয়ে যাচ্ছে ঠোঁটের মিষ্টি হাসি
হিমেল রোদ্দুর মনমরা হয়ে বসে থাকে হৃদয়ের এক কোণে।


         *******


রচনাকাল -
১২ ডিসেম্বর ২০২৩