রূপকথা মন স্বপ্নে বিভোর
খোলা হৃদয় আকাশ
হাতের মুঠোয় এক পৃথিবী
বইবে সুখের বাতাস!

বিভাবরী রাগ হৃদয় জুড়ে
লিখেছো নতুন কাব্য
নীল সাগরের ওষ্ঠ ছুঁয়ে
জীবন কথা ভাববো!

আজকে তুমি ভুলেই গেছো
সুখের নদী বাঁকা
রঙ ছড়িয়ে হাসতে তুমি
এখনও রইলে বোকা!

একা তুমি দাঁড়িয়ে পথে
খুঁজছো জীবন সাথী
অহংকারই শেষ ঠিকানা
ফুরালো সুখের রাতি!

সময় গেল পেরিয়ে অনেক
ভাবছো অতীত কথা
চোখের জলই মনি মুক্তো
হৃদয়ে গোপন ব্যথা!

নিয়ন আলো রাত্রি জাগে
জোনাকিরা দেয় আলো
পথ খুঁজলে নীরবে একা
সুখের প্রদীপ জ্বালো!

   ****