সাদা কাগজগুলো কেমন ঝিমিয়ে পড়ছে নীরবে
অক্ষর নেই শব্দ নেই কালির আঁচড়ও নেই কোথাও  
রৌদ্রজ্জ্বল আকাশের মত মেঘ মুক্ত ঝকঝকে পৃথিবী।


কবিদের কলমে যেন কালিই ফুরিয়ে গেছে
নাকি ভুলে গেছে কবিরা নতুন শব্দের বর্ণমালা
সাদা কাগজগুলো যেন বোবা হয়ে গেছে ...


একটা কবিতার জন্যে জেগে থেকেছি রাতের পর রাত
পূর্ণিমার চাঁদ গলে গলে হয়েছে অমাবস্যার ঘোর অন্ধকার
তবুও সাদা পাতাগুলোকে বর্ণের সৌরভে ভরাতে পারিনি।


রাত্তির নামলেই সাদা পাতাগুলো যেন খিলখিল করে হাসে
ঘুমোতে দেয়না সারা রাত্তির নিয়ন আলোর মত –
হাওয়ায় ভাসতে থাকে বাংলা ভাষার সুশোভিত অক্ষরমালা।


পুবের আকাশ ক্রমশ আলোয় ভরে উঠছে ...
কখন যে ঘুমিয়ে পড়ি খাতা কলম খুলে খেয়ালই থাকে না
কবিরা এভাবেই বেঁচে থাকে রাতের মায়াবী আলোর মত।


            *******