সেতুর উপর ঝুলছে মানুষ
স্বপ্ন পুড়ে ছাই
কে বাঁচবে কে মরবে
ঠিক ঠিকানা নাই।


জনম জনম জ্বলছে মানুষ
বিষাদে কাটে রাত
দিশেহারা হয় সুখের কাব্য
তবুও জোটে না ভাত।


শিরদাঁড়া দিয়ে নামছে ঘাম
শরীর রক্ত শূণ্য
আর কতকাল করলে উপোস
মিলবে একটু পুণ্য!


মাটির কুঁড়েতে অনন্ত অভাব
জোনাকির কান্না শুনি
মানুষও কাঁদে ক'জন বা দেখে
ভয়ে প্রহর গুনি।


সভ্যতার পায়ে শিকল আজও
মানুষের কবে মুক্তি
স্বার্থ ছাড়া দেখে না কিছুই
ঈশ্বরে কোথায় ভক্তি!


         *******


১১ এপ্রিল ২০২৩