বৃষ্টির রঙ ভুলতে বসেছে মানুষ
বৃষ্টি হারিয়ে মানুষ হয়েছে ফানুষ
কাকভেজা দুপুরটা কেমন পুড়ছে গরমে
মেঘের দল হারিয়ে গেছে শরমে!


রাত্তির হলেই আকাশ ভরা তারা
কোথায় গেল শ্রাবণ বৃষ্টি ধারা
কান্নাগুলো জমছে ভেতর বুকে
থাকবো কদিন জানিনা এমন সুখে!


সবুজ বনানী ডুকরে ডুকরে কাঁদে
প্রকৃতি এবার মানুষকে ফেলেছে ফাঁদে!
অসহায় ভাবে মানুষ দেখছে আকাশ
হৃদয় জুড়ে বইছে তপ্ত বাতাস!


হারিয়ে গেছে বৃষ্টি ধারার স্বপ্ন
শ্রাবণ মেঘের স্বপ্নে মানুষ মগ্ন
চোখের জলে একটা নদী হয়
বর্ষার মেঘ দেখায় অমন ভয়!


আগুন নিয়ে করছে সবাই খেলা
শ্রাবণের রোদ পুড়িয়ে দিচ্ছে বেলা
প্রকৃতি মানুষ লেগেছে কেমন যুদ্ধ
প্রকৃতির কাছে মানুষ আজও বুদ্ধু!


         *****