সবুজ পাতার বিছানায় কখনো ঘুমিয়েছ কী
এমন জীবনের স্বাদ পেয়েছ কখনো -
পালঙ্ক থেকে নেমে একবার অন্ততঃ শুয়ে  দেখো
শান্তি কাকে বলে সেটা অনুভব করতে পারবে।


সুখের জীবন হয়ে ওঠে আলেয়ার মায়া
টাকা পয়সা ওড়াচ্ছে এক শ্রেণীর মানুষ
লড়াকু জীবন নিয়ে বেঁচে থাকতে চায় আর এক সম্প্রদায়
অধরা সুখের ভাষা আজও অজানা ওদের কাছে।


পাথর হৃদয় টুকরো টুকরো হয়ে যায় অচিন অভিমানে
ছলনা জানে না, পাতার বিছানায় সুখ খুঁজে নেয়
কুঁড়ে ঘরে আঁধার ঘেরা ভরা কোটালের জীবন
ভোরের শিশির ঘাসে আলো ছুঁয়ে যায় মুক্তির স্বাদ।


সবুজ পাতার বিছানা কিনতে পয়সা লাগে না
আধুনিক সভ্য মানুষ শ্বাস কষ্টে ভুগছে আজীবন
সুস্থ পৃথিবীর জন্যে একটুখানি মুক্ত বাতাস চাই সব্বার
মুক্ত বিহঙ্গের মতো বেঁচে থাকতে চায় সব মানুষই।


               *********


রচনাকাল - ১৬/০২/২০২১