ঝোড়ো হাওয়ায় মেঘ জমছে আকাশ নীলে
গরম হাওয়া লিখছে মরা কাব্য
হৃদয় জুড়াবে বৃষ্টির ছোঁয়া পেলে
মানুষ আজও বেঁচে প্রকৃতির বুকে শুয়ে।


বৈশাখ মাসে পুড়ছে সবুজ বন
নদীর বুকও শুকিয়ে গড়ের মাঠ
মাটির গন্ধ পায় না মানুষ আর
সবুজের সংসার পুড়ে হয় ছারখার।


মরা জ্যোৎস্নার আলোতে ঘুমায় ওরা
হৃদয় খুঁড়ে লিখলে জীবন গান
জোনাকির শরীরে জ্বলে না আর আলো
প্রকৃতির ওষ্ঠে গ্রীষ্মকালীন খরা।


হাঁপিয়ে ওঠে জীবনের রঙিন গল্প
শৈশবগুলো মুক্তির পথ খোঁজে -
তপ্ত রোদ্দুরে পুড়ে যায় দেহ মন
ভাঙা সাঁকোতে ভবিষ্যৎ শুয়ে আছে।


            ******


২৫ এপ্রিল ২০২৩