প্রতিটি রাত ভেঙে ভেঙে তৈরি হয় নতুন ভোর
ঘন বাঁশের বনে জোনাকির ক্রমাগত ক্রন্দন ...
হাড় হিম শীতের রাতে ঘুমে অচেতন সবাই
খোলা আকাশের নীচে ছিন্নভিন্ন কুয়াশার চাদর।


গরীবের পাঁজরে শীতের কামড় ক্রমশ জাঁকিয়ে বসে
শতছিন্ন  পোশাক হলেও শরীর ঢাকার মরিয়া চেষ্টা
শেষ পৌষের দিনগুলোয় দিশেহারা সমস্ত বস্তিবাসী
শীতের অভিধানে লেখা হয় না গরীবের উষ্ণ পরশ।


অসংখ্য সাদা ঘোড়া ছুটছে হিমেল বাতাস ছুঁয়ে
গরীবের মনে সাধ জাগে সাদা ঘোড়া হওয়ার
স্বপ্ন দেখতে বাঁধা নেই, শীতকে হারিয়ে মাড়িয়ে -
সাদা ঘোড়ার মত ছুটতে ঘন কুয়াশা ভেদ করে।।


          ********