ঘুমিয়ে আছে লক্ষ শহীদ
কবর কিংবা চিতায়
নত শিরে জানাই প্রণাম
অমর স্মৃতির পাতায়।


স্বাধীন হয়েছে মোদের দেশ
গর্বে ভরে বুক
উচ্চ শিরে চলবো মোরা
হৃদয়ে জাগে সুখ।


কত শহীদের রক্তে গড়া
মোদের ভারত ভূমি
কত মায়ের চোখের জলে
শ্রদ্ধায় স্মরণে নমি।


বিজয় পতাকা উড়ছে দেখো
লুণ্ঠিত তাজা প্রাণ
ফাঁসির মঞ্চে গাইল তারা
ভারত মাতার গান।


প্রভাত ফেরি শহীদ স্মরণ
মুক্তির গান গাওয়া
‘বন্দেমাতরম’ ধ্বনিতে মুখর হল
আর কিবা আছে চাওয়া।

    *****