সেদ্ধ ভাতের গন্ধে আজও মন ভরে যায়
সেই মাটির উনুন, সেই মাটির দাওয়া
আজও আমরা শহুরে হতে পারলাম কই
তোমার ছিন্ন শাড়িতে লজ্জা ছিলনা মা!


বড্ড মনে পড়ে তোমার অমলিন হাসি মুখ -
আমাদের মাটির ঘরে এক বিছানায় চার ভাইবোন
একফালি বাঁকা চাঁদ উঁকি দিত গাছগাছালির দিয়ে
দুঃখের সংসারে অভাব ছুঁয়ে থাকত সারাটা বছর!


এক চিলতে রোদ্দুর খেলা করে সারা উঠোন জুড়ে
শীত গ্রীষ্ম বর্ষা পেরিয়ে যায় সময়ের তালে তালে
তোমার অন্তরে ছিল এক গভীর অন্তর্ভেদী ফলগুনদী
কখনও বুঝতে দাওনি তোমার দুঃখ যন্ত্রণা কান্না!


বাতাসে এসেছে হিমেল পরশের গন্ধ –
ঘাসের বুকে শিশির বিন্দুর কোলাহল ...
মা তোমার দেখা হল না আমরা কত বড়লোক হয়েছি
তবুও তোমার হাতের সেদ্ধ ভাতের গন্ধ আজও অনুভব করি।


       *********