সাঁঝের আলো নিভিয়ে দিয়ে
হঠাৎ উঠলো ঝড়
কালবৈশাখী ঝড়ে ভেঙে তছনছ
স্বপ্ন সুখের ঘর।


ট্রেনের তার ছিঁড়ল শেষে
স্তদ্ধ ট্রেনের চাকা
ঘরবাড়ি সব ওলোট পালোট
কুঁড়ের চালও ফাঁকা।


থমকে গেলো জনজীবন
ফসলও হল নষ্ট
ঘরে ফিরতে রাত্তির দুটো
সব্বার হল কষ্ট।


তীব্র গরমে হাঁসফাঁস জীবন
মানুষ পেল মুক্তি
প্রকৃতি চাইলেই সবই সম্ভব
যতোই দেখাও যুক্তি।


ছিঁড়লো তার পড়লো গাছ
রাস্তা হল বন্ধ
দিনের আলো হারিয়ে গেল
সাঁঝ বিকেলও অন্ধ!


       ********


১৫ মে ২০২৩