ঠোঁটের কোণ বেয়ে রক্ত ঝরছে
অবসন্ন মেঘের মতো ক্লান্ত শরীর মাটিতে পড়ে
পড়ন্ত বিকেল, শহরের ফুটপাতে শুয়ে আছে আধমরা রোদ্দুর
ঐ ভদ্রলোককে দেখার কারুরই সময় নেই ।


সাঁঝবাতির আলোয় আঁধার খেলা করে
ক্রমশ নিস্তেজ হয়ে আসছে শরীর  -
হৃদয়ের গভীরে ডুবে যাচ্ছে ভাঙা সংসারের ইতিবৃত্ত
পাখিরা উড়ে যাচ্ছে তাদের নিজস্ব আলয়ে।


স্বপ্নগুলো উঁকি মারে পদাতিক সৈনের মতো
মাটিতে লুটিয়ে পড়ছে শরীর  -
ঠোঁটটা কাঁপছে, কিছু বলতে ছাইছে শেষ বারের মতো
কিন্তু আগুনের লেলিহান শিখা ডাকছে।


সময় বড্ড কম, রামধনুর রঙ দু'চোখ থেকে হারিয়ে যাচ্ছে
ভাঙা সংসারটা একেবারেই ভেসে যাবে
সাঁঝবাতির আলোও কী জ্বালাতে পারবে জীবনের আলো!


            *******


১৬ মে ২০২৩