শেষ হাসিটুকু নিয়েছো কেড়ে
মুখটি ধরেছো চেপে
ঠিকরে বেরোয় চোখ দুখানি
কালিতে দিয়েছো লেপে।


মুখের ভাষা হয়েছে বোবা
কান্নার রঙ কালো
জীবনের মূল্য গেছে হারিয়ে
মানুষ আছে কী ভালো!


অবহেলা অনাদরে কেটেছে শৈশব
চাবুকের দাগ মুখে
শুয়ে নিয়েছে শরীরের রক্ত
থাকবো কেমনে সুখে!


একমুখ দাড়ি ছেঁড়া পোশাক
ভাবছে সবাই পাগল
পাথরের বুকে জন্মায় গাছ
হৃদয়ে মারলে সাবল!


শাখা প্রশাখা বাড়ছে ধীরে
একদিন নেবেই শোধ
মানুষ মানুষের শত্রু কেন
ফিরবে কবে বোধ?


        *******


রচনাকাল  - ২৯/১১/২০২১