আমার বাড়ি তোমার বাড়ি
কারুর কিছুই নাই
শুন্য হাতে এসেছ সবাই
উলঙ্গ ফিরবে তাই।


বীজ গণিতের সমীকরণ
জানো না তোমরা কেউ
উত্তরটা মেলাতে গেলেই
আসবে হাজার ঢেউ।


জটিল অঙ্ক নয় তো মোটেই
তবুও উত্তর ভুল
লাভ ক্ষতির অঙ্কে এলেই
দেখবে সরষে ফুল!


সহজ সরল মানুষ কোথায়
হারিয়ে গেছে সব
লোভের সাথে পা মিলিয়ে
তুলছে সবাই রব।


অঙ্কে কাঁচা চতুর মানুষ
জানে না সমীকরণ
ছল চাতুরি যতই করো
লোভই লিখবে মরণ।


      ******


রচনাকাল  - ২৭|০৯|২০২২