সম্পর্কের নদীতে ক্রমশ শ্যাওলা জমতে শুরু করেছে
খরস্রোতা নদীতে ভালোবাসার বাঁধন  আলগা হয়ে যায়
মুখোমুখি বসে দু'দন্ড সোহাগের কথা হয় না
বদলে যাচ্ছে ভালোবাসার হলুদ মাখা রঙ।


সম্পর্কের নদীতে ভেসে গেছে হৃদয় কাব্যের গোপন সৌরভ
জ্যোৎস্নার রঙ ফিকে হতে হতে মলিন ক্যানভাসের রঙ নিয়েছে
ভালোবাসার মাধুর্য্যতা হারিয়ে যাবে যদি না বিশ্বাস থাকে
নিয়ন আলোর মতো ক্রমশ উবে যাচ্ছে সম্পর্কের অঙ্গীকার।


ঘোলা জলে ভরে উঠছে সম্পর্কের মায়াবী নদী
জীবনের রঙিন স্বপ্নগুলো বাঁচিয়ে রাখতে পারাটাই দায়বদ্ধতা
ওষ্ঠের নদীতে একটা সময়ে উঠতো কালবৈশাখী ঝড়
ভালোবাসার উজান স্রোতে ভেসে যেত সোহাগী জ্যোৎস্না।


সম্পর্কের নদীতে বাঁধ দেওয়া খুবই প্রয়োজন
নইলে নিজের অজান্তেই ভালোবাসার বাঁধে ধরবে অলীক ফাটল
যা কোনদিনই মেরামত করা যাবে না, চিড়টা থেকেই যাবে চিরকাল
ভালোবাসা হলো মধুর সম্পর্কের মেলবন্ধন, দুটি হৃদয়ের অলৌকিক সাঁতার।


       *******


রচনাকাল  - ২১/০৭/২০২১