ভালোবাসার রঙ লেগেছে সম্পর্কের গভীরে –
চাঁদের জোছনা আলোয় ভালোবাসা আজ মাখামাখি
উড়নচণ্ডী জীবনে এক টুকরো মায়াবী রঙমশাল।


সম্পর্কের রঙ ক্রমশ অন্তর ছুঁয়ে যায় ...
হৃদয়ের অগোচরে খেলা করে একফালি জোছনার রঙ
ভালোবাসার বসন্ত উৎসবে জেগে ওঠে খুশির ঝর্ণা।


গোধূলির শেষ আলোটুকু এখনও দেখা যায় দিগন্তে
শ্রাবণের বৃষ্টির মাঝেই আকাশ জুড়ে রামধনুর শামিয়ানা
সম্পর্কের রঙ রামধনুর মতই উজ্জ্বল রঙিন।


নিঃশর্ত ভালোবাসার মধ্যে হারিয়ে যাওয়ার আনন্দই বেশি
বাঁধ ভাঙ্গা ঢেউয়ের মত ভেসে যায় গোপন অঙ্গীকার –
দুটি শরীরের সম্পর্কে লুকিয়ে আছে ভালোলাগার শপথ।


জীবনের বালুকাবেলায় ক্রমশ আঁধার নামে –
ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে গেলে দুটি হৃদয় হবে অভিন্ন
সম্পর্কের রঙ বেঁচে থাকবে চিরকাল অন্তরে যদি থাকে ভালোবাসা।


          *******


রচনাকাল – ০৩/০৮/২০২১